Future Building Skill: AI Prompt Engeneering
আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যেখানে, মানুষের থেকে AI-কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, আগেকার সময় যেখানে, মানুষ কোনো সমস্যার সমাধান করতে কয়েক ঘণ্টা লাগিয়ে দিতো, সেখানে AI-এর সমাধান করতে কয়েক মিনিট বা সেকোন্ড লাগে। AI এত দ্রুত গতিতে এগিয়ে গেছে যে কল্পনা করার বাইরে । চাকরি থেকে শুরু করে এখন প্রায় সবই কোম্পানিতে AI-এর বব্যবহার করা হচ্ছে। এর ফলে অনেক মানুষ চাকরি হারা হয়ে পড়েছে । আর একটাই কারণ সেটা হল AI . এই ২০২৫ সালে এসে যদি এখনও AI-কে বুঝতে বা শিখতে না পারো তাহলে তুমি Future-এ অনেক পিছিয়ে যাবে । এক্ষেত্রে AI-এর একটি Skill Future-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হল AI Prompt Engeneering .

AI Prompt Engeneeing কি ?
AI Prompt Engeneeing হল- AI-কে সঠিকভাবে প্রশ্ন দেওয়া বা, ChatGPT, Google Gemini, Claude বা অন্য যেকোনো AI Tools-কে ঠিক ভাবে বুঝিয়ে বলাটাই হল AI Prompt Engeneering .
যেমনঃ ধরো, তুমি জানতে চাও “Indtanews” কে ? তখন, AI Online থেকে খুঁজে বের করে উত্তর দেবে।
Why এটা Future-এর জন্য এত গুরুত্বপূর্ণ ?
চাকরী হোক বা ব্যবসা, এখন সবক্ষেত্রেই AI-এর ব্যবহার বেড়েই চলেছে। Digital Marketing থেকে শুরু করে, Content Writting, Caching, Graphic Design এবং Vedio Editing,-সব ক্ষেত্রেই প্রায় AI-এর ব্যবহার করা হয়।
AI-এর ব্যবহার
ChatGPT, Google Gemini, Midjourney, Copilot এবং আরও অন্যান্য Chat Bot Tools গুলো সবই Prompt এর দ্বারা নির্ভরশীল থাকে। যারা ভালো Prompt দিতে পারবে, শুধুমাত্র তারাই এর কার্যকর Output Use করতে পারবে।
AI Prompt Engeneering -এর চাহিদা
এখানকার AI Tools গুলোকে ভালো করে কাজ করানোর জন্য ভালো Prompt বা Input দিতে হবে। যত ভালো Input দেবে তত ভালো এবং কার্যকর Output বের হবে।
Linkedin, Upwork, Fiverr ও আরও অন্যান্যা Job সম্পর্কিত Platform-এ এই AI Prompt Engeneering -দেড় ব্যাপক চাহিদা।
এখানকার বড় বড় Company গুলো Smart Result পেতে Prompt Specialist বা Prompt Engeneering -দের নিয়োগ করে। ফলে এই Skill টি Future -এর জন্য আরও মূলবান হয়ে উঠছে।
AI Prompt Engeneering কিভাবে শিখবেন
AI Prompt Engeneering শেখাটা খুব একটা ব্যাপার না। চলুন Step By Step বিস্তারিত বলি :
Step ১. AI কিভাবে কাজ করে
- AI Context ও Instraction বুঝে কাজ করে।
- আপনি যেভাবে প্রশ্ন করবেন, AI ঠিক সেভাবেই উত্তর দেবে। যেমনঃ সাধারণ প্রশ্ন – Fitness নিয়ে একটি ব্লগ লিখুন,- এর সাধারণ উত্তর আসবে। বেশি সম্মানীয় প্রশ্ন -বুলেট পয়েন্ট সহ শীর্ষ ৫ হোম ওয়ার্কআউট -এর একটি উত্তেজনক সুরে একটি ৫০০ শব্দের ব্লগ লিখুন – এর বেশি সম্মানীয় উত্তর আসবে।
Step ২. Prompt Structure
- ভালো Prompt লেখার মূল রেসিপি।
- নির্দেশ+ফর্ম্যাট+টোন বা স্টাইল+শ্রোতা+দৈঘ্য+প্রসঙ্গ। যেমনঃ
- সোশ্যাল মিডিয়া স্বয়ংত্রির করার ৫টি টুল (বিষয়) সম্পর্কে তরুণ মার্কেটারদের (শ্রোতা) জন্য একটি মজার এবং নৈমিত্তিক টোনে (স্টাইল) একটি টুইট ট্রেড (ফর্ম্যাট) লিখুন।
Step ৩. Prectice
- নিয়ম করে প্রতিদিন একটি করে Prompt দিয়ে লিখুন।
- দেখুন আপনি কিভাবে লিখলে, AI ভালো Output দিচ্ছে।
Step ৪. Prompt Formula And Templete
- ভালো Prompt Formula ও Templete সংগ্রহ করুন : FlowGpt এবং Prompt hero
Step ৫. Prompt Analysis
- প্রতিদিন নিজের Prompt গুলোকে Analysis করুন।
- প্রথমে সাধারণ Input দিয়ে চেষ্টা করুন । তারপর Instruction দিয়ে চেষ্টা করুন।
Our Standard- Check