DISCLAIMER

Indtanews, Disclaimer

ভারতের, শিক্ষা, স্বাস্থ্য ও গেমিং প্রযুক্তির আন্তর্জাতিক সমস্ত গুরুত্বপূর্ণ ও চলতি খবর বাংলায় ও ইংরেজি উভয় ভাষার নিউজ পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

তবে ওয়েবসাইটের তথ্যগুলো শুধুই সাধারণ উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আমরা তথ্যকে নির্ভরযোগ্য ও আধুনিক রাখার চেষ্টা করি, কিন্তু ওয়েবসাইটের উপাদান, পণ্য, পরিষেবা বা গ্রাফিক্স সম্পূর্ণ, নির্ভরযোগ্য বা নির্দিষ্ট উদ্দেশ্যে উপযুক্ত কিনা — এ সম্পর্কে আমরা স্পষ্ট বা পরোক্ষ কোনো নিশ্চয়তা দেই না।

আপনি যে তথ্যটি ব্যবহার করবেন, তা সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকিতে। ওয়েবসাইটে প্রকাশিত মতামত ও দৃষ্টিভঙ্গিগুলো লেখকের ব্যক্তিগত মত এবং তা অপরিহার্যভাবে Indtanews-এর সরকারি ভাব বা নীতিকে প্রকাশ করে না।

Indtanews ওয়েবসাইট বা ওয়েবসাইটের তথ্য ব্যবহারের ফলে সরাসরি বা পরোক্ষ, বিশেষ বা অনুচিত যে কোনো ক্ষতির জন্য দায়ী থাকবে না।

Indtanews ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে তুমি এই শর্তগুলোকে মেনে নিলে।

আপনি যদি এই শর্তগুলিতে একমত না হন, অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।

আমাদের ওয়েবসাইট পরিদর্শন করার জন্য তোমায় অনেক ধন্যবাদ। যদি তোমার আরও তথ্য চাই বা ওয়েবসাইট সম্পর্কে তোমার কোনো প্রশ্ন থাকে, দয়া করে আমাদের সাথে এই ঠিকানায় যোগাযোগ করো: [email protected]

BGMI 3.9 Update Features