Posted in

BGMI -এর ঘোষণা: ভারতে আসছে IPL Style Esoprts Leauge Tournament

ভারতীয় BGMI Gaming কমিউনিটিতে আবারও এক নতুন উত্তেজনার নিউজ। সম্প্রতি, PUBG Mobile India বা BGMI Official-এর পক্ষ থেকে, একটি বড় Tournament -এর ঘোষণা করা হয়েছে। (যার নাম BGMI IPL Style Esports Leauge Tournament) . যা, ভারতীয়দের প্রতিটি Game Lover-দের হৃদয়ে এক নতুন আলোর সঞ্চার করেছে। এবং, এই Tournament টা আর পাঁচটা Tournament এর মতো না। কারণ, ভারতে প্রথম বারের মতো আসতে চলেছে IPL Style Esports Tournament Leauge Tournament.

এবং, এটি ঘোষণা করার পর থেকেই, ভারতের সব রাজ্য জুড়ে হইচই-এর মাতামাতি। তাহলে, চলুন জেনে নেওয়া যাক, ঠিক কী কী আছে এই Esports Tournament Leauge-এ, আর কেনইবা এটা এত বড় Tournament বলে ঘোষণা করা হচ্ছে এবং Gamer বা Player-রা কিভাবে এই Tournament-এ অংশগ্রহণ করতে পারবে।

bgmi ipl style esoprts leauge tournament

PUBG বা BGMI-এর IPL-Style Esports League Tournament

PUBG বা BGMI-এর IPL-Style Esports League Tournament -টি হতে চলেছে, একটি Franchise ভিত্তিক Tornament হিসাবে। যেখানে, ভারতবর্ষ দেশের বিভিন্ন শহরের নাম ভিত্তিক Team Create করা হবে। এবং, সেটি IPL Style এর মতো। এই টুর্নামেন্টের গেমিং Excited Perfomence Skill-গুলি দর্শকের মাঝে দেখানোর জন্য, এই টুর্নামেন্টের প্রতিটি Match Live Streaming -এর মাধ্যমে দেখানো হবে।

ভারতে গেমিং টুর্নামেন্ট Comunity -টি দিন দিন বড় হতেই চলেছে। কখনো Freefire, কখনো BGMI আবার কখনো Valorent -এর মতো বড় বড় Tournament . এই ৫ টুর্নামেন্ট গুলি আসাই লক্ষধিক মানুষের মন কেড়ে নিয়েছিল। কিন্তু, এবার PUBG বা BGMI -এর এই IPL Style Esports Leauge Tournament -টি Gaming Industry-কে একটি Milestream করতে সাহায্য করবে।

Join বা Registration

এই Tournament টা Join বা Registration করার জন্য আলাদা করে Portal চালু করা হবে। এবং, সেটি Ingame-ও হতে পারে, আবার BGMI-এর Official Website এর মাধ্যমেও Registration-এর System থাকতে পারে। সেই Registration Form -এ Gamer -রা তাদের Game I’d, Score এবং Team Related Details ইত্যাদি জমা দিতে হবে।

BGMI এর Official সূত্রে জানাগিয়াছে, এই টুর্নামেন্টটিতে ছোট থেকে বড় সব গেম প্রেমী তরুণ তরুনীরা অংশ নিতে পারে। কিন্তু, সেটি আলাদা আলাদা System এ। যারা ছোট এবং নতুন প্লেয়ার আছে, তাদের জন্য আলাদা, এবং যারা Old এবং Top Esports Player, তাদের জন্য আলাদা System এ অংশের সুযোগ।

Awards / পুরস্কার

PUBG বা BGMI এর পক্ষ থেকে এখনও, পুরোপুরি পুরস্কারমূল্য না করা হলেও, গবেষণাসূত্রে জানা গিয়েছে, এই Tournament এর Winner দের মোটা অংকের Price Pool হতে পারে, যেটা কোটি টাকারও বেশি।

এবং, Winner দের বড় বড় Brand Company থেকে Sponsors ও আসতে পারে। যেমনঃ eCommerce, Gadgets Brand এবং Food Delivary Company ইত্যাদি।

Future Of Gamer

যারা খুবই Serious এই গামেটিকে নিয়ে, এবং গেমিং-টাকে নিজের Future বানাতে চাই তাহলে, এই Esports Leauge Tournament -টা, শুধুমাত্র তাঁরই জন্য। এই টুর্নামেন্ট -টা Future -এর এক স্বপ্নপূরণের পথ হতে পারে। এবং এটাই আসল সময় নিজেকে Practice, teamwork, Comunication Skill বা Perfomence -এর ওপর ভিত্তি করে তৈরি করতে পারেন নিজের পরিচয়।

শেষ কথা

PUBG Mobile বা BGMI-এর এই নতুন ঘোষনায়, ভারতের Gaming Industry-তে এর বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাই এখন সময় নিজেকে প্রস্তুত করার, এবং নিজেকে Skill Perfomence কে সবার সামনে দেখিয়ে নিজের পরিচয় দেবার।

এছাড়া আপনি Local Tournament খেলেও, ছোটোখাটো Pocket Money Earning করতে পারেন। বিস্তারিত জানতে এটা দেখুন – Check

এবং, আপনি যদি FreeFire Game-এও Interest থাকেন তাহলে এটা আপনার জন্য –FreeFire Khale Taka Income

My name is Ayan. I am a website manager and experienced content writer. I have been working in this field for the past few years. Currently, I am writing content in various categories such as health, education, jobs, and gaming for Indtanews. I strive to provide people with accurate, precise, and engaging information through my words.

2 thoughts on “BGMI -এর ঘোষণা: ভারতে আসছে IPL Style Esoprts Leauge Tournament

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

BGMI 3.9 Update Features