Posted in

BGMI AND PUBG Khele Taka Income

BGMI বা PUBG গেমটি বর্তমান সময়ে একটি অন্যতম জনপ্রিয় BATTLE ROYAL GAME গুলির মধ্যে একটি। এখনকার দিনে এই গেমটি খেলে শুধু সময় কাটানো বা উপভোগ করাই নয়, বরং এটি একটি টাকা ইনকাম করার এক নতুন পদ্ধতি হয়ে উঠেছে। যদি এই গেমটি খেলে নিজের প্রফেশন বা টাকা ইনকাম করার এক মেশিন বানাতে চান তাহলে, GAMING SKILLS বা দক্ষতা যথেষ্ট ভালো হয় লাগবে। এই গেমটি খেলে টাকা ইনকাম করার নানা ধরণের পদ্ধতি রয়েছে। যেমনঃ LIVE STREAMING এবং TOURNAMENTS ইত্যাদি আরও পদ্ধতি রয়েছে। চলুন এটি বিস্তারিত আলোচনা করা যাক।

BGMI AND PUBG Khele Taka Income

LIVE STREAMING করা INCOME

STREAMING এক এমন কমিউনিটি যেখানে, কোনো এক প্লাটফর্মের মাধ্যমে খেলার SKILLS বা দক্ষতা প্রদর্শন করা যায়। এই প্রদর্শনের ওপর ভিত্তি করে ADS REVENUE বা SPONSORSHIP -এর মাধ্যমে মোটা অংকের টাকা আয় করা যায়। আর মধ্যে BEST এবং জনপ্রিয় STREAMING প্লাটফর্ম হল –

  • YouTube Live Streaming
  • Facebook Live Streaming
  • Loco And
  • Rooter

TOURNAMENT থেকে Income

যদি আপনার Gaming Skills বা দক্ষতা খুবই ভালো হয় তাহলে বিভিন্ন ধরণের Tournament-এ অংশ গ্রহণ করে বড় অংকের পুরস্কার জিততে পারেন । BGMI বা PUBG খেলে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি হল Tournament . এই Tournament পদ্ধতি আবার তিন ধরণের হয়ে থাকে।

  1. Official / Comunity Tournament
  2. Third-Party / Online Tournament
  3. Unofficial / Local Tournament

১। Official / Comunity Tournament: এটি BGMI বা PUBG -তাদের নিজস্ব Developer -দের দ্বারা আয়োজন করে।এটিতে সবাই বা সাধারণ কোনো প্লেয়ার অংশ গ্রহণ করতে পারে না . কারণ এতে অনেক ধরণের Restriction বা নিয়ম থাকে, যেটা বাধ্যতামূলক । এই Tournament -এ অংশ নিতে হলে ভালো Rank, Skill Perfomence বা নিজেস্ব Permanent Team / Squad থাকতে হবে। এটি দেশভিত্তিক, অঞ্চলভিত্তিক ও আন্তর্জাতিক স্তর হিসাবে অনুষ্ঠিত করা হয়। এবং Winner-দের জন্য লক্ষ্য লক্ষ্য টাকার Prize ও Sponsership-এর সুযোগ থাকে। যেমন:

  • BGIS (Battlegrounds Mobile India Series)
  • PMCO (PUBG Mobile Club Open)
  • PMPL (PUBG Mobile Pro League)
  • PMGC (PUBG Mobile Global Championship)
  • BMPS (Battlegrounds Mobile Pro Series)
  • BMOC (Battlegrounds Mobile Open Challenge)

ইত্যাদি।

২। Third-Party / Online Tournament: এটি Online Apps বা Website-এর মাধ্যমে হয়ে থাকে। এই Online Apps বা Website-এ প্রায় সবাই অংশগ্রহণ করতে। কারণ, এতে খুবই কম বা সাধারণ নিয়ম বাধ্যতামূলক থাকে। এই Tournament টা Join করার জন্য অল্প কিছু টাকার বিনিময়ে Registration করতে হয়। এবং যদি এখানে ভালো পারফর্ম করে Win হতে পারেন তাহলে ভালো টাকা আয় করা যাই। যেমন:

ইত্যাদি।

৩। Unofficial / Local Tournament: এটি সাধারণত Online Content Creator বা আমাদের আসে-পাশে গ্রাম-গঞ্চ হয়ে থাকে। তবে, Prize / Winner-দের জেতার টাকা তুলনামূলক কম। এটিতে যে-কেউই অংশগ্রহণ করতে পারে। কারণ, সাধারণ মানুষের দ্বারাই পরিচালনা করে হয়, অনেকটা Third-Party Comunity-র মতো।

আপনি যদি FreeFire Game-এও Interest থাকেন তাহলে এটা আপনার জন্য –FreeFire Khale Taka Income

Our Standard-Check

Easy Read

My name is Ayan. I am a website manager and experienced content writer. I have been working in this field for the past few years. Currently, I am writing content in various categories such as health, education, jobs, and gaming for Indtanews. I strive to provide people with accurate, precise, and engaging information through my words.

4 thoughts on “BGMI AND PUBG Khele Taka Income

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

BGMI 3.9 Update Features